জঙ্গল মহলে ফের রাস্তা কেটে অবরোধের হুমকি দিল মাওবাদীদের হাতে নিহত এবং নিখোঁজ পরিবারের সদস্যদের তৈরী যৌথ মঞ্চ!

Update: 2019-03-18 14:38 GMT

#বাঁকুড়া: রাজ্যের জঙ্গল মহলের বিভিন্ন ব্লকে মাওবাদীদের হাতে নিহত শহীদ এবং নিখোঁজ পরিবারের সদস্যরা এবার যৌথ মঞ্চ গড়ে নিখোঁজ ও শহীদদের নিকটজন কে সরকারি সাহায্য এবং চাকরির দাবী তুলে আন্দোলনে নামলেন।পাশাপাশি, দাবী পূরণ না হলে জঙ্গল মহল জুড়ে ফের রাস্তাকেটে অবরোধে নামারও হুমকি দিলেন তারা।

এদিন,বিশাল মিছিল করে শহীদ ও নিখোঁজদের ছোট, ছোট ছেলে,মেয়েদের নিয়ে আন্দোলনকারীরা বেশ কিছুক্ষণ শহরের মাচানতলায় পথ আবরোধও করে।জেলা শাসকের অফিসে আইন আমান্য কে ঘিরে পুলিশের সাথে সংঘাত বাঁধে।পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দেয়।
পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এর পর ১৪ দফা দাবীতে, জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেয় মঞ্চ।মঞ্চের দাবী, ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত মাও হানায় নিহত ও নিখোঁজদের পরিবার গুলি আনটনে দিন কাটছে। তারা সরকারী সুযোগ, সুবিধা থেকে আজও বঞ্ছিত রয়ে গেছে। অথচ,খুন ও হিংসাত্মক কাজে অভিযুক্ত মাওবাদী নেতা,নেত্রীদের সরকার চাকরি দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভায় বেল পাহাড়িতে ২০১২ সালে ঘোষনা করেন মাওবাদী হানায় নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবার গুলি চাকরি ও সহায়তা পাবে।দু একটি পরিবার এই সুযোগ পেলেও সিংহ ভাগের এখনও চাকরি বা সুবিধা মেলেনি।
তাই আবিলম্বে মুখ্যমন্ত্রীর আশ্বাস পূরণের দাবি তুলে সরব হলেন এরা।তাদের দাবি, কেন্দ্র সরকার কে ১০ লাখ,ও রাজ্য সরকারের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি সহ একাধিক দাবি রয়েছে।

#দেখুন 🎦 ভিডিও👇[embed]Full View href="https://www.bankura24x7.com/abhishek-banerjee-attack-pm-modi-on-surgical-strike/img-20190306-wa0000/" rel="attachment wp-att-3852">

Similar News