কাটমানি ফেরতের দাবীতে ওন্দা থানায় ধর্ণা বিক্ষোভ প্রতারিত গ্রামবাসীদের।

Update: 2019-07-02 13:22 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( অভিজিৎ ঘটক,ওন্দা) : এবার কাটমানি ফেরতের দাবীতে থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়ে ধর্ণায় বসলেন প্রতারিত গ্রামবাসীরা। আজ ওন্দা থানার রতনপুর গ্রাম পঞ্চায়েতের লৈকিকডাঙ্গার বাসিন্দারা তৃণমূল নেতার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ী তৈরীতে কাটমানি নেওয়ার লিখিত অভিযোগ থানায় দায়ের করেন। গ্রামের ৭৫টি পরিবারের মধ্যে ২৮টি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ী পেয়েছেন। অভিযোগ তাদের কাছে ৫থেকে ৭ হাজার টাকা করে কাটমানি দিতে হয়েছে। এই কাটমানি ফেরতের দাবীতেই থানায় ধর্ণা বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা এবং বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে দাবী করেছেন।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Similar News