সারেঙ্গায় বন শুয়োরের আক্রমণে যুবকের মৃত্যু, জখম আরো এক।

Update: 2019-03-07 18:18 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বন শুয়োরের আক্রমণে প্রাণ গেল এক যুবকের। আরও এক জন জখম হয়েছেন।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলার সারেঙ্গা থানার বেলটিকরি গ্রামে। জানাগেছে, এই গ্রামের বাসিন্দা মিলন মান্ডি চাষের জমি দেখতে গিয়ে বন শুয়োরের আক্রমণে পড়েন।শুয়োরের সাথে চরম ধস্তাধস্তিও হয়।

সেই লড়াইয়ের শব্দ শুনে বাঁচতে ছুটে আসেন কালাচাঁদ মূর্মু। মিলনকে উদ্ধার করতে গিয়ে তাকেও বন শুয়োরের আক্রমণের মুখে পড়তে হয়।দুজনকে জখম আবস্থায় সারেঙ্গা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই অতিরিক্ত রক্ত ক্ষরনে মৃত্যু হয় মিলন মাণ্ডির।
পরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।অন্যদিকে,কালাচাঁদকেও ব্লক হাসপাতাল থেকে ছেড়ে দেয়ওয়া হয় বলে জানাগেছে।

#দেখুন, 🎦ভিডিও 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/shaping-light-lets-2d-microscopes-capture-4d-data-by-bankuras-chayan-dutta/img-20190222-wa0013/" rel="attachment wp-att-3698">

Similar News