মকর পরবের আগে আদিবাসী পল্লীতে নুতন জামা,কাপড় বিলি করলেন রানীবাঁধের জিলা পরিষদের সদস্য চিত্ত রঞ্জন মাহাতো।

Update: 2019-01-13 13:16 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাঢ় বাংলার বড়ো পরব মকরে মাতে সারা জঙ্গলমহল। বিশেষ করে,আদিবাসী সম্প্রদায়ের কাছে,এই উৎসব অন্যতম ঋতু উৎসব।

ঠিক এই মকর উৎসবের আগেই,রানীবাঁধের কয়েকটি সাঁওতাল পরিবারে, শীতে বস্ত্রের টানাটানিতে উৎসবের আনন্দই ফিকে হতে বসেছিল!

সেই খবর পেয়েই রানীবাঁধের জিলা পরিষদের সদস্য চিত্ত রঞ্জন মাহাতো ঘাগড়া,চুরকুর মতো গ্রাম গুলিতে নিজে গিয়ে বিলি করলেন শীতের জামা কাপড়।

পুরুষ,মহিলা থেকে বৃদ্ধ, বৃদ্ধা, ও শিশুদের এদিন নুতন জামা,কাপড়, ও শীত বস্ত্র তুলে দেওয়া হয় এই দুই গ্রামের, প্রায় ১৫০ পরিবারের হাতে।

মকরের আগে,নুতন জামা মেলায় এখন খুশীর আমেজ এই সাঁওতাল পল্লী গুলোয়।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News