পড়াশোনা ২৪X৭

জরায়ুর জটিল রোগ আর অভাব কে জয় করে উচ্চ মাধ্যমিকে ৪৫৯ পেয়েও উচ্চ শিক্ষা অনিশ্চিত অন্বেষার! সাহায্যের জন্য এগিয়ে আসুন আপনিও।

জরায়ুর জটিল রোগ আর অভাব কে জয় করে উচ্চ মাধ্যমিকে ৪৫৯ পেয়েও উচ্চ শিক্ষা অনিশ্চিত অন্বেষার! সাহায্যের জন্য এগিয়ে আসুন আপনিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আমরা অভিভূত,আমরা কৃতজ্ঞ আমাদের দর্শকদের কাছে। কারণ এর আগে আমরা অভাবী মেধাবী বিভাগে উচ্চ মাধ্যমিকে রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৮ নাম্বার প্রাপ্ত রিয়া দত্তকে সাহায্যের আবেদন করে দারুন সাড়া পেয়েছি। এই প্রতিবেদন ইতি মধ্যেই প্রায় ১৭ লাখ মানুষ দেখেছেন। সুদুর দুবাই,সিঙ্গাপুর থেকেও মানুষ সাহায্যের জন্য যোগাযোগ করেছেন।ইতি মধ্যেই অনেকে সাহায্যে করেছেন। তাই আমরা আজ আরও এক মেধাবী ছাত্রী অন্বেষা মুখোপাধ্যায় কে সাহায্যের আর্জি জানাচ্ছি আপনাদের কাছে। জেলার ওন্দা ব্লকের গোপালপুর গ্রামের অন্বেষা জরায়ুর জটিল রোগের সাথে লড়াই চালাচ্ছে। উচ্চ মাধ্যমিকের আগে সে এতই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। তবুও হাল ছাড়েনি কৃষ্ণনগর যতীন্দ্র কিরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা। শারীরিক অসুস্থতার মধ্যেই পরীক্ষায় বসে সে ৪৫৯ নাম্বার পেয়েছে। কিন্তু গরীব ব্রাহ্মণ পরিবারের এই মেধাবী ছাত্রীর পরিবারে অভাব নিত্য সঙ্গী। বাবা বিশ্বরূপ মুখোপাধ্যায় কোন ক্রমে চাষ,বাস করে সংসার চালান। দুই মেয়ে ও এক ছেলের পড়াশোনার খরচের পাশাপাশি মেয়ে অন্বেষার চিকিৎসা খরচ,মাসে প্রায় হাজার চারেক টাকার ওষুধ খরচ জোগাতে গিয়ে দিশেহারা! কি,করে মেয়ের উচ্চ শিক্ষার খরচ জোটাবেন তা নিয়ে চিন্তাই পড়েছেন তিনি।

অন্বেষা কলা বিভাগের ছাত্রী। তবে,তার ইচ্ছে বড়ো হয়ে মানুষের সেবা করার। তাই সে নার্সিং নিয়ে পড়তে চায়। তার এই ইচ্চে পূরণে পড়া শোনার খরচ ও চিকিৎসার খরচ চালানো গরীব বাবার পক্ষে সম্ভব নয়। তাই,সে সবার কাছে সাহায্যের আবেদন রাখছে আমাদের মাধ্যমে।

আমারা মনে করি আমাদের দর্শকরা অন্বেষার সাহায্যে জন্যও এগিয়ে আসবেন। অন্বেষাকে সাহায্যের জন্য তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন নীচের নাম্বারে :

+91 6295 393 223 *

এছাড়াও বাঁকুড়া২৪X৭ এর হেল্প লাইন নাম্বারেও (9434047119) প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অথবা মেলও করতে পারেন [email protected] এই আইডিতে।

#দেখুন 🎦 ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Next Story