বর্ষনের জেরে ইন্দপুরের হাটগ্রামে দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু।
BY Bankura 24x724 Oct 2019 5:40 PM IST 

X
Bankura 24x724 Oct 2019 5:40 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অতি বর্ষনের জেরে মাটির বাড়ীর দেওয়াল ধসে গিয়ে সেই দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের হাটগ্রামে। ঘটনার সাথে,সাথে ওই বৃদ্ধাকে উদ্ধার করে বেশ কিছুক্ষণ কার্ডিও ম্যাসেজ করেও শেষরক্ষা হয়নি। স্বর্ণলতা লায়েক (৬৫)নামে ওই বৃদ্ধা মারা যান। ঘটনার খবর পেয়ে হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের কর্মীরা গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক স্তরে রিপোর্ট পাঠান বলে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]


Next Story




