মহা সমারোহে পালিত হল রতনপুর মা সারদা পল্লীমঙ্গল সমিতির বার্ষিক অনুষ্ঠান।
BY Bankura 24x723 Nov 2018 6:00 PM IST

X
Bankura 24x723 Nov 2018 6:00 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ঠাকুর রামকৃষ্ণের ভাবধারায় জীবে সেবার ব্রত নিয়ে পথ চলা শুরু করেছিল রতনপুরের মা সারদা পল্লীমঙ্গল সমিতি ও শ্রী রামকৃষ্ণ- সারদা সেবা মন্দির।
আজ সংস্থার বার্ষিক অনুষ্ঠানে নরনারায়ন সেবা,দুঃস্থদের বস্ত্রদান,কৃতি ছাত্র, ছাত্রীদের সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ কৃত্তিবাসানন্দ এবং পুরুলিয়া মঠ ও মিশনের মহারাজ ভাস্করানন্দ জী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে এক ধমীয় শোভাযাত্রারও আয়োজন ছিল।
#দেখুন ভিডিও।
[embed]
Next Story