Home > জঙ্গলমহল খাতড়া > বাঁকুড়াতেও পুড়ল পাকিস্তানি পতাকা, বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে মৌন মোমবাতি মিছিল জেলা জুড়ে।
বাঁকুড়াতেও পুড়ল পাকিস্তানি পতাকা, বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে মৌন মোমবাতি মিছিল জেলা জুড়ে।
BY Bankura 24x715 Feb 2019 11:14 PM IST

X
Bankura 24x715 Feb 2019 11:14 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে পাকিস্তানি জঙ্গী হামলার ঘটনা সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়েও প্রতিবাদে সরব হলেন বাসিন্দারা। কোতুলপুর থেকে রায়পুর,রানীবাঁধ সারেঙ্গার জঙ্গল মহল সহ শহর বাঁকুড়া, সর্বত্র পাকিস্তানের নিন্দায় সরব হলেন আম জনতা।
কোতুলপুর সহ জেলার জঙ্গল মহলে পাকিস্তানের এই হিংসার প্রতিবাদে পাকিস্তানের পতাকা পোড়ানো হল।
কোথাও পুড়ল ইমরান খানের কুশপুতুলও। দাবী উঠল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। আর চারিদিক পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিতে মুখরিত হল এদিন।
পাশাপাশি,সন্ধ্যে থেকেই সারা দেশের সাথে জেলা জুড়েও বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে ছিল মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলের আয়োজন।
#দেখুন 🎦ভিডিও👇[embed]
Next Story