Home > ব্রেকিং নিউজ > শহরকে প্লাসটিক মুক্ত করতে এনজিও কে সাথে নিয়ে অভিযান বাঁকুড়া পুরসভার,বাজেয়াপ্ত ১০ কেজি অবৈধ প্লাসটিক।
শহরকে প্লাসটিক মুক্ত করতে এনজিও কে সাথে নিয়ে অভিযান বাঁকুড়া পুরসভার,বাজেয়াপ্ত ১০ কেজি অবৈধ প্লাসটিক।
BY Bankura 24x77 Jan 2019 10:33 AM GMT

X
Bankura 24x77 Jan 2019 10:33 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরকে প্লাসটিক মুক্ত শহরের তকমা দেওয়ার লক্ষ্যে এবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে শহরের লালবাজার এলাকায় অভিযান চালাল বাঁকুড়া পুরসভা।পাশাপাশি,প্লাসটিক ব্যবহার রোধে সচেতনতার প্রচার ও চলল পুরোদমে।উপ পুর প্রধান দিলীপ আগরওয়ালের নেতৃত্বে আজ সকালে লালবাজার সবজি পট্টি সহ আস-পাসের দোকানগুলিতেও হানা দেওয়া হয়। এই সময় প্লাসটিক ব্যবহার বিধি লঙ্ঘন করায় প্রায় ১০ কেজি অবৈধ প্লাসটিক বাজেয়াপ্তও করে এই অভিযানকারী দল।
উপ পুর প্রধান দিলীপ আগরওয়াল বলেন,আরো একবার প্লাসটিক ব্যবহার থেকে বিরত থাকার সবধান বার্তা দেওয়া হল।কিন্তু আগামী ১৫ জানুয়ারীর পর আর সতর্ক করা হবে না।আইন ভাঙ্গলে সরাসরি জরিমানা করা হবে।
তার,আগে আরও একবার বিক্রেতা ও ক্রেতাদের সচেতন করার প্রয়াস চালাল বাঁকুড়া পুর সভা।
#দেখুন ভিডিও।[embed]
Next Story