ব্রেকিং নিউজ

কাটমানির প্রতিবাদ সভা মঞ্চে ৩০০ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিজেপিতে যোগদান বড়জোড়ায়।

কাটমানির প্রতিবাদ সভা মঞ্চে ৩০০ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিজেপিতে যোগদান বড়জোড়ায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক) : কাটমানি ইস্যুকে সামনে রেখে বিজেপির আয়োজিত প্রতিবাদী পথসভার মঞ্চে প্রায় তিন শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন। তাদের দাবী তৃণমূলের ওপর আস্থা হারিয়ে ও অত্যাচারে জর্জরিত হয়ে বিজেপিতে যোগ দান করলেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ। এদিন বিক্ষোভ মিছিল পরিক্রমার পর, পথ সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে এক হাত নেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ।

#দেখুন 🎦,ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Next Story