খেলা

মুকুটমণিপুর গ্রীণ ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম জামশেদপুরের অর্জুন টুডু,মেয়েদের মধ্যে প্রথম কলকাতার শিপ্রা সরকার।

মুকুটমণিপুর গ্রীণ ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম জামশেদপুরের অর্জুন টুডু,মেয়েদের মধ্যে প্রথম কলকাতার শিপ্রা সরকার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে আজ অনুষ্ঠিত হয়ে গেল গ্রীণ ম্যারাথন দৌড়। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথারিটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন এবার দ্বিতীয় বর্ষে পড়ল।

মূলত মুকুটমনিপুরকে ক্লীন এন্ড গ্রীণ রাখতেই এই ম্যারাথনের আয়োজন। মুকুটমনিপুর জলাধারের পাড় বরাবর এই ম্যারাথন দেখতে এদিন ভীড়ও ছিল উপচে পড়া।

এই ম্যারাথন দৌড়ে পুরুষ বিভাগে ১১ কিমি দৌড়ে প্রথম স্থান অর্জন করেন জামসেদপুরের অর্জুন টুডু। দ্বিতীয় হন কলকাতার শুভঙ্কর ঘোষ।এবং তৃতীয় স্থান অধিকার করেন কালিংপংয়ের রিওয়াজ ছেত্রী।

।অন্যদিকে, মহিলা বিভাগের ৫ কিমি দৌড়ে প্রথম হন কলকাতার শিপ্রা সরকার। দ্বিতীয় পুরুলিয়ার পিঙ্কি হাঁসদা এবং তৃতীয় স্থান অর্জন করেন কলকাতার শম্পা গায়েন।

দুই বিভাগেরই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও দুই বিভাগের পাঁচজন করে মোট দশ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হয় একহাজার টাকা করে আর্থিক পুরস্কার। পাশাপাশি, প্রতিযোগিদের উৎসাহ দিতে পুরুষ, মহিলা উভয় বিভাগেরই প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের হাতে তুলে দেওয়া হয় একটি করে রুকস্যাক ব্যাগও ।

ম্যারাথনে পুরুষ বিভাগে মোট সাড়ে তিনশো ও মহিলা বিভাগে দেড়শো প্রতিযোগী অংশ নেন।

এই ম্যারাথনে প্রতিযোগীদের উৎসাহ দিতে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুটমনিপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস, জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও, ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, রাইপুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, ডেভেলপমেন্ট অথরিটির সদস্য সচিব তথা খাতড়ার মহকুমাশাসক রাজু মিশ্র, এসডিপিও বিবেক বর্মা, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র প্রমুখ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/protests-and-meetings-of-the-tmc-in-the-town-in-protest-of-cab-and-nrc/img-20191216-wa0001_1280x1278_1024x1022/" rel="attachment wp-att-7462">

Next Story