ব্রেকিং নিউজ

লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে কালীসেনে বন্ধ তৃণমূল পার্টি অফিস আজ খুললেন অরুপ খাঁ।

লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে কালীসেনে বন্ধ তৃণমূল পার্টি অফিস আজ খুললেন অরুপ খাঁ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক, কালীসেন) : লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে বিষ্ণুপুর লোকসভার ওন্দা ব্লকের কালীসেনে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়টি বন্ধ ছিল। আজ সেই কার্য্যালয়ে দলীয় পতাকা তুলে ফের খুলে দিলেন তৃণমূলের সদ্য বিদায়ী জেলা সভাপতি তথা ওন্দা বিধানসভার বিধায়ক অরুপ খাঁ। এলাকায় জন সংযোগ যাত্রার কর্মসূচিও নেন তিনি। বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি জেতার পর থেকেই কালীসেনের তৃণমূল পার্টি অফিস বন্ধ হয়ে যায়। ওন্দা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে,তৃণমূলের জেলা নেতারাও এলাকায় পা ফেলতে পারেন নি। আজ অবশ্য বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে কালীসেনে গিয়ে তৃণমূল ভবন খোলেন অরুপ বাবু। এদিন, সাংবাদিকদের কাছে তিনি দাবী করেন, ওন্দায় যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা,বিজেপির ভয়ে তৃণমূল দল ছেড়েছেন। তারা ফের তৃণমূলে ফিরেও আসবেন বলে জোর গলায় জানান বিধায়ক অরুপ খাঁ। পাশাপাশি কাটমানি ইস্যুতে নেতাদের ওপর জোর করে কাটমানি নেওয়ার দায চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তবে বিজেপির স্থানীয় নেতা কল্যাণ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবী, কালীসেনে বাইরের লোক দিয়ে আজ তৃণমূল পার্টি অফিস খোলালেও কাল থেকে ওই অফিস ঝাঁট দেওয়ার কেও থাকবেনা! আর বিজেপির ভয়ে নয় তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ায় নেতারা দল ছাড়ছেন বলেও দাবী করেন তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Next Story