Home > ব্রেকিং নিউজ > স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে স্থায়ীকরন সহ একগুচ্ছ দাবীতে, আশা কর্মীদের সিএমওএইচ দপ্তরে গণ ডেপুটেশন।
স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে স্থায়ীকরন সহ একগুচ্ছ দাবীতে, আশা কর্মীদের সিএমওএইচ দপ্তরে গণ ডেপুটেশন।
BY Bankura 24x74 Jan 2019 7:57 PM IST

X
Bankura 24x74 Jan 2019 7:57 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্বাস্থ্যকর্মীর মর্যাদা প্রদান এবং মাসিক বেতন সহ স্থায়ীকরনের দাবীতে আজ জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিকের দপ্তরে গন ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বাঁকুড়া জেলা শাখার সদস্যরা।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসূন কুমার দাস জানান, তাদের দেওয়া স্মারকলিপি দাবী গুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ বিবেচনার জন্য পাঠানো হবে।
Next Story