শহর বাঁকুড়া

কেঞ্জাকুড়ায় গন্ধগোকুল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।

কেঞ্জাকুড়ায় গন্ধগোকুল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার কেঞ্জাকুড়ার কর্মকার পাড়ায় আজ একটি গন্ধগোকুল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গ্রামবাসীরা গন্ধগোকুলটিকে একটি খাঁচায় বন্দী করে খবর দেয় বন দপ্তরে। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখার জন্য উপচে পড়ে ভীড়।

গন্ধগোকুলের বৈজ্ঞানিক নাম: Paradoxurus hermaphroditus। এই প্রাণীটি তাল খাটাশ’‘ বা গাছ খাটাশ’ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে এদের অনেকে তাড়ি বা টডি বিড়াল নামেও ডাকেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিচারে পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় স্থান করে নিয়েছে এই বিড়াল প্রজাতির প্রাণীটি।

#দেখুন 🎦 ভিডিও। 👇

Next Story