COVID BREAKING NEWS : পাত্রসায়রের পর এবার ছাতনায় মিলল জোড়া কোভিড পজেটিভ!
BY Bankura 24x724 May 2020 9:59 AM IST

X
Bankura 24x724 May 2020 9:59 AM IST
COVID BREAKING NEWS : এবার ছাতনার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পাঠানো দুই ব্যক্তির লালারসের নমুনার ফল মিলল কোভিড পজেটিভ। এই দুজনের মধ্যে একজন ৬৫ বছরের বৃদ্ধ আছেন। বাকি আর একজন ২৮ বছরের যুবক বলে জানা গেছে। এই দুজনের গত ১৪ মে লালারসের নমুনা সংগ্রহ করা হয়। তা ১৭ মে কলকাতার স্কুল অফ ট্রপিক্যালে মেডিসিনে পাঠানো হয়। ২৩ তারিখ নমুনার ফল মেলে তাতে দুজনেরই কোভিড পজেটিভ ধরা পড়ে।
Next Story