Home > নানাবিধ > পড়াশোনা ২৪X৭ > জেথ্রিএস ইন্সটিটিউটের উদ্যোগে স্পোকেন ইংলিশ তালিমের স্কলারশিপ বাছাইয়ের পরীক্ষায় ব্যাপক সাড়া।
জেথ্রিএস ইন্সটিটিউটের উদ্যোগে স্পোকেন ইংলিশ তালিমের স্কলারশিপ বাছাইয়ের পরীক্ষায় ব্যাপক সাড়া।
BY Bankura 24x723 Oct 2019 5:27 PM GMT

X
Bankura 24x723 Oct 2019 5:27 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের স্কুল পড়ুয়াদের ইংরাজী বলার ক্ষেত্রে ভয় ভীতি দূর করে তাদের সাবলীল ইংরাজী বলায় দক্ষকরে তুলতে অভিনব পরীক্ষার আয়োজন করল শহরের জেথ্রিএস ইন্সটিটিউট। আজ শহরের বঙ্গ বিদ্যালয়ে এই পরীক্ষায় প্রায় ৫০০ ছাত্র,ছাত্রী অংশ নেয়। লিখিত ৪০ ও মৌখিক ১০ মিলিয়ে মোট ৫০ নাম্বারের পরীক্ষায় স্কুল ভিত্তিক সেরাদের বেছে নিয়ে, তাদের বিশেষ স্কলারশিপ হিসেবে স্পোকেন ইংলিশে তালিম নেওয়ার নানা সুযোগ দেবে এই ইন্সটিটিউট।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story