তালডাংরায় বিজেপির মন্ডল সভাপতির ওপর হামলা,ধৃত দুই সিপিএম কর্মীর জামিন মঞ্জুর।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ লোহারের ওপর হামলার ঘটনায় দুই সিপিএম কর্মীকে গ্রেপ্তার করল তালডাংরা থানার পুলিশ। ধৃত দুই সিপিএম কর্মী সুভাষ মূর্মু ও বাউল দত্তকে গ্রেপ্তার করে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে দুজনেরই জামিন মঞ্জুর করেন বিচারক। সোমবার রাতে তালডাংরার মামড়া গ্রামে বিজেপির মন্ডল সভাপতি কে বাড়ী থেকে বের করে সিপিএম ও তৃণমূল মিলে তাকে মারধর করে বলে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ দাবী করেছেন। গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওই মন্ডল সভাপতির চিকিৎসা চলছে বলে যেনা গেছে। অন্যদিকে, বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় সিপিএম ও তৃণমূল নেতৃত্ব।
#দেখুন 🎦,ভিডিও। 👇[embed]