Home > শারদোৎসব > নবপত্রিকা স্নানের সময় নদী ঘাটে জন সংযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর,মেটালেন সেলফি তোলার আবদারও।
নবপত্রিকা স্নানের সময় নদী ঘাটে জন সংযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর,মেটালেন সেলফি তোলার আবদারও।
BY Manasi Das21 Oct 2023 4:52 PM IST

X
Manasi Das21 Oct 2023 4:52 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সপ্তমীর সাত সকালেই জন সংযোগে নেমে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শহরের গন্ধেশ্বরী নদী ঘাটে নব পত্রিকা স্নানের উপলক্ষ্যে এদিন প্রচুর মানুষের সমাগম হয়। এখানে উপস্থিত থেকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। অনেক চেনা,পরিচিত, বন্ধু,বন্ধবদের সাথেও এদিন কুশল বিনিময় করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অনেকে,তাঁর সাথে সেলফি তোলার আবদারও করেন।হাসিমুখে সেই আবদারও মেটান তিনি। পাশাপাশি কচিকাঁচাদের স্নেহের পরশও ছুঁইয়ে দেন। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা এভাবেই জন সংযোগ কর্মসুচি চলে।
আর এতে মানুষের ভালো সাড়াও মেলে। স্বাভাবিক ভাবেই আম জনতার সাথে শুভেচ্ছার আদান প্রদানে আপ্লুত সুভাষ বাবুও।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও।👇
Next Story