Home > ব্রেকিং নিউজ > পুলিশ নিজেদের চাকরী বাঁচাতে, বিরোধীদের নামে ভুয়ো কেস দিচ্ছে ! ব্রজ অধিকারীর গ্রেপ্তার প্রসঙ্গে, এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
পুলিশ নিজেদের চাকরী বাঁচাতে, বিরোধীদের নামে ভুয়ো কেস দিচ্ছে ! ব্রজ অধিকারীর গ্রেপ্তার প্রসঙ্গে, এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
BY Bankura 24x72 Nov 2018 9:32 PM IST
X
Bankura 24x72 Nov 2018 9:32 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুলিশ নিজেদের চাকরী বাঁচাতে বিরোধীদের নামে ভুয়ো মামলা দিয়ে গ্রেপ্তার করছে। বাঁকুড়ার সোনামুখীর এক বিজেপি মনোভাপন্ন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ব্রজ অধিকারী কে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তারের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী বাবুল সুপ্রিয়।
আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসামের ৫ জন বাঙ্গালী হত্যা নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন বলেও অভিযোগ তোলেন বাবুল সুপ্রিয়।
তিনি বলেন, এই রকমের সস্তার রাজনীতি করে কোনো লাভ নেই। মানুষ সব দেখছেন। বুঝছেন। তবুও তৃণমূল এমন কাজ করে কেন? তা আমার কাছে বোধগম্য নয়।
#দেখুন ভিডিও।
[embed]
Next Story