শিরোনাম

বাঁকাদহে জাতীয় সড়কের ওপর ফুটিফাটা বিপদজনক সেতু দিয়েই চলছে যান চলাচল, উদাসীন কতৃপক্ষ! রয়েছে ভেঙ্গে পড়ার আশঙ্কা ও।

বাঁকাদহে জাতীয় সড়কের ওপর ফুটিফাটা বিপদজনক সেতু দিয়েই চলছে যান চলাচল, উদাসীন কতৃপক্ষ!  রয়েছে ভেঙ্গে পড়ার আশঙ্কা ও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জাতীয় সড়কে ফুটিফাটা বিপদজনক সেতু দিয়েই চলছে ভারী যান বাহন। যে কোন সময় যানের ভারে ভেঙ্গে পড়ারও আশঙ্কা রয়েছে ষোলোয়ানা! অথচ জাতীয় সড়ক কতৃপক্ষের কোন হেলদোল নেই!.

বাঁকুড়ার বিষ্ণুপুর - মেদিনীপুর ৬০ নাম্বার জাতীয় সড়কের বাঁকাদহের কাছে এমনই বেহাল সেতুর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

নিত্য হাজার,হাজার ভারী যানের যাতায়াত এই সেতুর ওপর দিয়ে। আর যানবাহন যাতায়াতে হালকা কম্পনও হচ্ছে। ইঁটের গাথনীর এই সেতুটির বিভিন্ন জায়গায় পলস্তরা খসে পড়ছে। সেতুর পিলারেও রয়েছে একাধিক ফাটল। আর ফাটলে,ফাটলে গজিয়েছে আগাছার দল। সেতুর গাঁথনি ফাটিয়ে আগাছার শেকড় আরে গভীরে ঢোকার চেষ্টার ফলে বেশী,বেশী করে ফাটছে সেতুর গাঁথনি। জাতীয় সেতুর ওপর নড়বড়ে রেলিং। সবে মিলে বিপদজনকের সব মাপকাঠি পেরিয়ে গেলেও এই সেতু দিয়ে দিব্যি চলছে ভারী যানবাহনের যাতায়াত। ফলে যেকোন সময় মাঝের হাটের মতো সেতু ভেঙ্গে গিয়ে বড়ো দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবী বেহাল ব্রীজের জন্য দূর্ঘটনাও ঘটছে আকছার। মানুষ মারাও গেছে। কিন্তু সেতু সারাইয়ের কাজ আজও শুরু হয়নি। তাই এলাকার বাসিন্দাদের দাবী অবিলম্বে এই সেতুর রক্ষনাবেক্ষন ও সারাইয়ের কাজ শুরু করুক হাইওয়ে অথারিটি।

#দেখুন ভিডিও:-[embed]

Next Story