শিরোনাম

জয়পুরের সলদায় খানা খন্দে ভরা রাস্তায় জমছে জল ! ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।

জয়পুরের সলদায় খানা খন্দে ভরা রাস্তায় জমছে জল !  ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুয়োতলা থেকে হাটতলা পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে! বৃষ্টি হলে চলায় দায়! রাস্তার মাঝে গর্তে জমা জল,আর কাদায় জেরবার হতে হয় গ্রামবাসীদের।

নিত্য শয়ে,শয়ে মানুষের যাতায়াত এই পথে হলেও এই পথের হাল ফেরাতে কোন উদ্যোগ নেয় নি স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন!

প্রায় মাস ছয়েক আগে গ্রামের মানুষ এই রাস্তা মেরামতের দাবীতে বিডিও কে গন ডেপুটেশনও দিয়েছিলেন। তখন আশ্বাস মিললেও আজ পর্যন্ত হাল ফেরেনি এই রাস্তাটির। ৬ মাস আগে বিডিওকে দেওয়া ডেপুটেশনের কপি।

তাই,স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা।

তারা ফের আরও একবার এই রাস্তা সারাইয়ের দাবীতে সরব হয়েছেন।

এর পরও কাজ না হলে তারা আরও বড়ো আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।

এখন দেখার পঞ্চায়েতের নুতন বোর্ড গঠনের পর এই বেহাল রাস্তার হাল সত্যিই ফেরে কিনা? সেই দিকেই তাকিয়ে আছেন জয়পুরের সলদার মানুষ।[embed]

Next Story