শীতের উষ্ণতা দিতে অসহায় মানুষদের পাশে গঙ্গজলঘাটির যুব বাহিনী।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (শুভেন্দু লায়েক,গঙ্গাজলঘাটি) : এক দল তর তাজা যুবক। মনে জেদ চেপেছিল সমাজের জন্য কিছু ভাল কাজ করতে হবে। কিন্তু তার জন্য তো প্রচুর টাকা পয়সার প্রয়োজন। তা মিলবে কোথা থেকে? এই চিন্তাটাই বড়ো অন্তরায় হয়ে দাঁড়িয়ে ছিল এই যুবক দলের কাছে। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় কেও। ভাবতে,ভাবতে ঠিক করে ফেলল বড়ো, সড়ো উদ্যোগ না নিয়ে ছোট্ট করেই কোনো কাজে যদি মানুষের মুখে হাসি ফোটানো যায়! তাহলে কেমন হয়? এই ভাবন ভাবতে ভাবতেই পুজোর বাদ্যি বেজে যায়। তখনই তাদের মাথায় আসে এলাকার অনেক মানুষ আছেন যারা পুজোয় নুতন জামা কাপড় কিনতে পারেন না। তাই এলাকার এমন মানুষের হাতে পুজোর আগে নুতন জামা কাপড় তুলে দেওয়ায়ার কর্মসূচি নেয় এই যুবক বাহিনী। নেমে পড়ে জোর কদমে। এবং প্রায় ১২০০ মানুষের হাতে তুলে দেয় জামা কাপড়। সাফল্যের পর এবার তারা গরীব মানুষের হাতে শীতের পোষাক ও কম্বল তুলে দেওয়ার কাজে নেমে পড়ে নুতন উদ্যোগে। গঙ্গাজলঘাটি ব্লকের রাঙ্গামেট্যা,কুলবনা,ডাবরা,ফকিরডাঙ্গা, গোপালপুর, সহ বেশ কয়েকটি গ্রামে শীত বস্ত্র তুলে দেয় তারা। গত দুই দিনে তারা ৫০০ নুতন কম্বল এবং নুতন ও পুরানো মিলিয়ে প্রায় ৬০০ পোশাক বিলিয়েছে। এই যুবক দল আগামীদিনে এলাকার আদিবাসী গ্রামগুলোয় গিয়ে,গিয়ে,স্বাস্থ্য শিবিরের আয়োজন করার কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য এলাকার সকল মানুষকে পাশেও পেতে চাই তারা। তাদের এই প্রয়াস সত্যিই কুর্নিশ যোগ্য । তাদের প্রতিটি প্রয়াস সফল হোক বাঁকুড়া২৪X৭ এর পক্ষ থেকে এই কামনা রইল।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]