জঙ্গলমহল খাতড়া

"সহায়" প্রতিবেদনে আজ লায়ন্স ক্লাব,সারেঙ্গা পুলিশ,সারেঙ্গা ট্রেকার ইউনিয়ন ও আর,এইচ অটোমোবাইলের কর্মকাণ্ড।

সহায় প্রতিবেদনে আজ লায়ন্স ক্লাব,সারেঙ্গা পুলিশ,সারেঙ্গা ট্রেকার ইউনিয়ন ও আর,এইচ অটোমোবাইলের  কর্মকাণ্ড।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর বাঁকুড়া থেকে জঙ্গলমহল করোনা সতর্কতায় লকডাউনে কাজ না জোটায় রুজি,রুটির সমস্যায় অগনিত মানুষ।এই কঠিন পরিস্থিতিতে ভবঘুরে, ভিক্ষুকরাও তাদের রোজের অন্ন জোটানোয় অপারগ।

এইসময় তাদের পাশে নানাভাবে যারা সহায় হয়ে দাঁড়াচ্ছেন তাদের নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন "সহায়"।

আজ এই প্রতিবেদনে এমনই চারটি কর্মসুচি আমরা তুলে ধরছি। শহরের বাঁকুড়া লায়ন্স ক্লাব লকডাউনের দিন থেকেই অসহায় মানুষদের অন্ন জোগাচ্ছেন। শহরের লালবাজারে বাজোরিয়া গেস্ট হাউসে,এবং কেঠারডাঙ্গায় প্রতিদিন দুপুরে চলছে এই কর্মসূচি। রান্না করা ভাত,ড়াল,ভাজা, ও সবজি তুলে দেওয়া হচ্ছে দুপুরের আহারে।

অন্যদিকে,জঙ্গলমহলের সারেঙ্গায় প্রত্যন্ত গ্রামের আদিবাসী পল্লীতে আলু,কাঁচা সবজির প্যাকেট তুলে দেওয়ার কাজ করছে জেলাপুলিশ। সারেঙ্গা থানার এমনই এক কর্মসুচি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পাশাপাশি,সারেঙ্গা বাজারে ভবঘুরে, ভিখিরী দের দুপুরের খাবার জোগাচ্ছেন স্থানীয় ট্রেকার চালকদের ইউনিয়ন। রান্না করে সামাজিক দূরত্ব মেনে পাত পেড়ে রাস্তায় বসিয়ে সারছেন ভুরিভোজ।

জেলার বানিজ্যিক প্রতিষ্ঠান গুলোও পিছিয়ে নেই। শহরের আর,এইচ অটোমোবাইল আটকে পড়া শ্রমিক ও অসহায় মানুষদের জন্য ৩২০ টি খাদ্য সামগ্রীর প্যাকেট ও সাবান বাঁকুড়া ১ নাম্বার ব্লকের বিডিও বিপ্লব কুমার রায়ের হাতে তুলে দিলেন এদিন।

আমরা সকলকেই কুর্ণিশ জানাচ্ছি। পাশাপাশি, যারা এভাবে মানুষের পাশে "সহায়"-হয়ে দাঁড়াচ্ছেন সেই ব্যক্তি,প্রতিষ্ঠান, ক্লাব,গণ সংগঠন, বা রাজনৈতিক দল সবার কাছেই অনুরোধ আপনাদের কর্মকান্ড আমাদের জানান। তা আমরা প্রচার করব। যদি আপনাদের কার্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অন্যরাও মানুষের সহায় হওয়ার কাজে ব্রতী হন। আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন কিংবা ভিডিও পাঠাতে পারেন। নাম্বারটি হল 9434047119.

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Next Story