মেজিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ধৃত ৬ জনের ১২ দিনের জেল হেফাজত।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মেজিয়াতে কর্তব্যরত পুলিশের ওপর হামলা,গাড়ী ভাঙ্গচুরের ঘটনায় ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ বাঁকুড়া জেলা আদালতে তুলল পুলিশ। বিচারক ধৃতদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের মেজিয়া থানা এলাকার তেওয়াড়ী ডাঙ্গায় সড়ক জ্যামের খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে এক গাড়ীর চালকের সাথে স্থানীয় এক বাসিন্দার বচসার জেরে জনা ৫০ এর একটি জমায়েত জাতীয় সড়ক অবরোধ করে আছে। তা হটাতে গেলে পুলিশের ওপর লাঠি,রড,সাবল নিয়ে চড়াও হয়।মারধরও করা হয়।দুই পুলিশকর্মী আহতও হন। পরে মেজিয়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাতে সরেশ কেওড়া,আব্দুল কেওড়া,প্রসেনজিৎ কেওড়া, বিলু কেওড়া,গনেশ কেওড়া,ও পান্নালাল কেওড়াকে গ্রেপ্তার করে।তাদের বিরুদ্ধে মারধর,খুনের চেষ্টা,পুলিশের কাজে বাধা দেওয়া,সরকারী সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা দায়ের করে মেজিয়া থানার পুলিশ। জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানান,পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্তও চালাচ্ছে পুলিশ।