শহর বাঁকুড়া

হাসপাতালে ভর্তি আত্মীয়কে দেখতে যাওয়ার পথে, চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু মহিলার।

হাসপাতালে ভর্তি আত্মীয়কে দেখতে যাওয়ার পথে, চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু মহিলার।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: চলন্ত বাস থেকে পড়ে,ওই বাসের পিছনের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম প্রতিমা বাউরী (৪৮)।

আজ সকালে হরিয়ালগাড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। কেল্যাবলা গ্রামের বাসিন্দা প্রতিমা দেবী, বাসে চড়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে আসছিলেন। সেই পথেই দূর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

এই রুটে বাসের সংখ্যা কম হওয়ায়, বাসে প্রতিদিনই মাত্রাতিরিক্ত যাত্রী বহন করে বাস গুলি। আজ বাসে যাত্রীদেী উপচে পড়া ভীড় ছিল। প্রতিমা দেবী বাসের সামনের গেটের একেবারে মুখেই ছিলেন। ভীড়ে ঠেলাঠেলিতে তিনি আচমকা চলন্ত বাস থেকে পড়ে যান। ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ ও দেখান। পরে, বাঁকুড়া সদর থানা থেকে পুলিশ গিয়ে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

স্ঘানীয়দের দাবী, এই রুটে নাম মাত্র সংখ্যায় হাতে গোনা কয়েকটি বাস চলাচলের জন্যই, বাসে ঝুঁকি নিয়ে মাত্রাতিরিক্ত যাত্রী পরিবহন চলছে। এই সমস্যা মেটাতে এই রুটে আরও বাস বা বিকল্প পরিবহন ব্যবস্থা চালু করার দাবী তুলে সরবও হয়েছেন তারা।

ঘটনাস্থলের ভিডিও দেখতে নীচে ক্লিক করুন।[playlist type="video" ids="662"]

Next Story