ব্রেকিং নিউজ

বন বান্ধব উৎসবে জেলার ১১৫টি বন কমিটির হাতে তুলে দেওয়া হল তাদের লভ্যাংশের ১৮ কোটি টাকা ।

বন বান্ধব উৎসবে জেলার ১১৫টি বন কমিটির হাতে তুলে দেওয়া হল তাদের  লভ্যাংশের ১৮ কোটি টাকা ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: জেলার অরণ্য রক্ষায় বন সুরক্ষা কমিটির অবদান কে সম্মান দিতে রাজ্যের প্রতি জেলায় প্রতি বছর আয়োজন করা হয় বন বান্ধব উৎসবের।আজ জেলার বড়জোড়ায় বন দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ বর্ষ বন বান্ধব উৎসব। এই উৎসব মঞ্চ থেকে জেলার ১১৫টি বন কমিটির হাতে তুলে দেওয়া হল ১৮ কোটি টাকা।সরকার ও বন কমিটির যৌথ উদ্যোগে উৎপাদিত বন সম্পদের লভ্যাংশের ৪০% হারে এই টাকা তুলে দেওয়া হল বলে জানালেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল নরেন্দ্র কুমার যাদব।তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার ক্ষ্মমতায় আসার আগে ২৫% হারে লভ্যাংশ দেওয়া হত। তা বাড়িয়ে এখন ৪০% করা হয়েছে। ফলে উপকৃত হচ্ছে বন কমিটি গুলো।

আজ বন বান্ধব উৎসবে কন্যাশ্রী চারা গাছ বিতরন,উপভোক্তাদের সহায়তা প্রদান,সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।পাশাপাশি, সরকারী বিভিন্ন দপ্তরের স্টলে বন কমিটির সদস্যদের নানা সুযোগ,সুবিধা এবং প্রকল্প সম্পর্কে সচেতন করার ও কর্মসূচি নেওয়া হয়।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story