নজরে ভোট

আগামী লোকসভায় বাঁকুড়া আসনের ফলাফল নিয়ে অমিত শাহকে কি রিপোর্ট দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ? জানতে, দেখুন ভিডিও।

আগামী লোকসভায় বাঁকুড়া আসনের ফলাফল নিয়ে অমিত শাহকে কি রিপোর্ট দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ?  জানতে, দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী লোকসভায় বাঁকুড়ার আসনটি নাকি বিজেপির ঝুলিতে যাচ্ছে? দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহকে এমনই রিপোর্ট দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বাঁকুড়ায় দলীয় সভায় সেই ইঙ্গিত দিলেন তিনি।

আগামী লোকসভা ভোটে রাজ্যে যে ২২টি আসনে বিজেপি জয়লাভের সম্ভাবনা দেখছে তার মধ্যে বাঁকুড়া লোকসভার আসনটিকেও ধরে রেখেছে তারা।

আজ তামলীবাঁধ ময়দানে বিজেপির গনতন্ত্রের প্রতিষ্ঠা ও তৃণমূলের সন্ত্রাস বিরোধী সভা মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় কর্মী সমর্থকদের অতি উৎসাহী হয়ে জানান বাঁকুড়া লোকসভা আসন যে বিজেপির ঝুলিতে যাচ্ছে তা দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহকেও জানাচ্ছেন। তাতে কর্মী,সমর্থকরাও গলা মেলান।

এদিন, বাঁকুড়া লোকসভার তৃণমূল সাংসদ মুনমুন সেন কে ডুমুরের ফুল বলেও কটাক্ষ করেন দিলীপ বাবু।

তিনি বলেন, বাঁকুড়ায় রোদের তেজে রং কালো হয়ে যাবে বলে এলাকায় আসেন না মুনমুন দেবী। দিল্লীতে সংসদের অধিবেশনে গেলেও তাকে সংসদের ভেতরে দেখা না গেলেও সংসদের বাইরে কলসী কোমরে নিয়ে নেচে,কুঁন্দে টিভিতে ছবি তোলাতে দেখা যায়!

তাই, আগামী নির্বাচনে বাঁকুড়া থেকে বিজেপি মুনমুন সেনের দিল্লী যাওয়ার টিকিট কেড়ে নেবে বলেও হুঙ্কার দেন। পাশাপাশি,তিনি মোদী সরকারের আনা বিলে বাধা দেওয়ার জন্য তৃণমূলের সাংসদদের দোষারোপ করতেও ছাড়েননি ।

দিলীপ বাবু এই সভা মঞ্চ থেকে অভিযোগ করেন, বাঁকুড়ায় চারটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান হবে বলে, সেগুলোয় বোর্ড গঠন অন্যায় ভাবে ঠেকিয়ে রেখেছে তৃণমূল।

তবে, পঞ্চায়েতে উন্নয়ন দাঁড় করিয়ে রেখে, সন্ত্রাস করে, জয় হাসিল করলেও ১৯ এর লোকসভা ভোটে তা, সম্ভব হবেনা।

এই হুঁশিয়ারী দিয়ে, আগামীতে বিজেপির বাংলা দখলের পক্ষে জোর সওয়াল

করার পাশাপাশি,পুলিশের দলদাসে পরিনত হয়েছে বলে,পুলিশ প্রশাসনকে এক হাত নেন দিলীপ বাবু।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story