রামসাগরে ক্যামেলিয়ন উদ্ধার।
BY Bankura 24x72 Sept 2018 3:35 PM IST
X
Bankura 24x72 Sept 2018 3:35 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের জেলায় উদ্ধার হল ক্যামেলিয়ন। এবার রামসাগরে এক গৃহস্থবাড়ীতে ঢুকে পড়েছিল ক্যামেলিয়নটি।মনে করা হচ্ছে স্থানীয় কোন ঝোপ - জঙ্গল থেকে বাড়ীতে ঢুকে পড়ে এই বহুরূপী! খবর ছড়িয়ে পড়তেই কচিকাঁচা থেকে বড়োরাও একবার চাক্ষুষ করতে ভীড় জমান। চলে মোবাইলে ছবি বন্দির দাপাদাপি। দিব্যি ক্যামেলিয়নটিও নজর কাড়া নানা পোজও দিতে থাকে। কেও,কেও এক লহমায় নিজস্বীও তুলে ফেলেন এই রংবাহারী প্রাণীটির সাথে। আর চলে সোস্যাল সাইটে এই ক্যামেলিয়নটির ছবি পোস্টের ধূম।
শেষে বন দপ্তরকে খবর দেওয়া হলে,বন কর্মীরা এটিকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেন।
ক্যামেলিয়নটি দেখতে নীচের ভিডিওটি ক্লীক করুন।[playlist type="video" ids="581"]
Next Story