শহর বাঁকুড়া

ছোট্ট তুলির ক্ষুদে শিল্পীরা ছবি বেচে কেরলে বন্যা ত্রাণ পাঠালো।

ছোট্ট তুলির ক্ষুদে শিল্পীরা ছবি বেচে কেরলে বন্যা ত্রাণ পাঠালো।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :ছোট্টতুলির ক্ষুূদে শিল্পীরা তাদের আঁকা ছবি বেচে কেরলের বন্যা দূর্গত মানুষের জন্য ত্রান পাঠালো।

কেরলের বন্যার খবর বড়োদের মুখে শোনা আর টিভির খবরে তাদের মতো ক্ষুদেদের দূর্গতি দেখে মন ভালো লাগছিল না এদের। কিন্তু মন খারাপ করে বসে থাকলে চলবে না!ওদের জন্য যদি কিছু করা যায়?

এই ভাবনায় ঘুরপাক খাচ্ছিল। সেই কথা কয়েক জন মিলে বলে আঁকার স্যার সুজয় বাবুকে। তখনই স্যার ঠিক করে ফেলেন যে,আঁকার স্কুলের সকলেই ছবি আঁকবে। আর সেই ছবি মাচানতলায় ক্যাম্প করে বিক্রি করবে। তার থেকে যে টাকা আয় হবে তার পুরোটাই পাঠানো হবে কেরলের বন্যা ত্রানে।

সেইমতো,শুক্রবার মাচানতলার আকাশ মুক্তমঞ্চের প্রাঙ্গনে চলে ছবি বেচে ত্রাণ সংগ্রহের কাজ।

Next Story