Home > শহর বাঁকুড়া > বাঁকুড়া ভিডিও এণ্ড স্টিল ফোটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১১তম বার্ষিক সম্মেলন।
বাঁকুড়া ভিডিও এণ্ড স্টিল ফোটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১১তম বার্ষিক সম্মেলন।
BY Manasi Das2 Nov 2023 11:20 AM IST

X
Manasi Das2 Nov 2023 11:26 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া ভিডিও এণ্ড স্টিল ফোটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। বাঁকুড়া শহরের নতুনগঞ্জের ধর্মশালার রাধাভবনে আয়োজন করা হয় এই বার্ষিক সম্মেলনের৷ সম্মেলন উপলক্ষ্যে ছিল বিভিন্ন ক্যামেরা কোম্পানির ওয়ার্কশপ এবং ফটোগ্রাফিক এক্সপো। সংগঠনের জেলা সম্পাদক সঞ্জীব কুমার বিষয়ী জানান,জেলার প্রায় চারশতাধিক সদস্য এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া, সংগঠনের রাজ্য শাখার সাংগঠনিক কর্তারাও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন। এদিনের এই সম্মেলন মঞ্চে।
এই নিয়ে টানা ১১ বছর ধরে এই বার্ষিক সম্মেলনের আয়োজন করল জেলার ভিডিও ও স্টিল ফটোগ্রাফারদের সংগঠন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story