আন্তর্জাতিক নারী দিবসে শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের মহা মিছিল।
আন্তর্জাতিক নারী দিবসের দিন বিকেলে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা শহরে মহা মিছিলে সামিল হয়। এই মিছিলে পা মেলান সাংসদ অরূপ চক্রবর্তীও।
BY Manasi Das8 March 2025 11:49 PM IST

X
Manasi Das8 March 2025 11:49 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ আন্তর্জাতিক নারী দিবস।এই দিন বিকেলে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা শহরে মহা মিছিলে সামিল হয়। এই মিছিলে পা মেলান সাংসদ অরূপ চক্রবর্তীও। তাছাড়া, বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলোকা সেন মজুমদার,বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত ও জেলার অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব বৃন্দ এবং বাঁকুড়া পুরসভার মহিলা কাউন্সিলরা এই মিছিলে অংশ নেন। লক্ষীর ভাড় নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের সমর্থনে মিছিলে হাঁটেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা। এছাড়া শহরের ভালো সংখ্যক মহিলারাও এই মিছিলে সামিল হন এদিন।
#👁️🗨️দেখুন ভিডিও 👇
Next Story