শহর বাঁকুড়া

২০১৭ পর সব শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে হয়েছিল পার্থ'র গ্রেপ্তারিই তার প্রমাণ, দাবী অমিয় পাত্রের।

২০১৭ পর সব শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে হয়েছিল পার্থর গ্রেপ্তারিই তার প্রমাণ, দাবী অমিয় পাত্রের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে এসেছেন বামেরা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে ইডি গ্রেপ্তার করায় বামেদের দাবীতে কার্যত শীলমোহর পড়ল বলেই মনে করছেন তারা।শনিবার থেকে বাঁকুড়া জেলা জুড়ে পার্থ'র গ্রেপ্তারি ইস্যুতে পথে নেমেছে সিপিএম।বিক্ষোভ মিছিল,বিক্ষোভ সভা থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিবাজ নেতাদের জেলে ভরার ডাক দিয়ে শুরু হয়েছে আন্দোলন। আজ রবিবারও জেলা জুড়ে বিভিন্ন এলাকায় সিপিএমের বিক্ষোভ কর্মসুচী চলে।

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারী প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ২০১৭ সালের পর রাজ্যের শিক্ষক নিয়োগে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তা আজ ইডি প্রকাশ্যে নিয়ে এল। এই দুর্নীতিতে আরও অনেকে জড়িয়ে আছেন। এবং এই ঘটনায় রাজ্যের শাসক দলকেও একহাত নেন এই সিপিআইএম নেতা। তিনি অভিযোগ তোলেন ২০১৭ সালের পর এরাজ্যে যত শিক্ষক নিয়োগ হয়েছে সবই টাকার বিনিময়ে। তা আজ প্রকাশ্যে এনেছে ইডির এই গ্রেপ্তারি।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story