আরটিও অফিসে তালা ভেঙ্গে ঢুকে কিছুই না মেলায়, শেষে চা বানিয়ে খেয়ে,ইলেকট্রিক কেটলি নিয়ে চম্পট দিল চোর!

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শনি আর রবি টানা দুদিন ছুটি থাকে সরকারি দপ্তর। আর সেই সুযোগে বাঁকুড়া আরটিও অফিসের দরজা,ভেঙ্গে ঢুকে পড়ে চোরেরা। সোমবার কাজের দিন অফিসে এসে চুরির ঘটনা জানাজানি হয়। চোরেরা অফিসের আলমারি তছনছ করে,ছড়িয়ে,ছিটিয়ে দেয় অফিসের নথিপত্রও। ডয়ার থেকে পয়েন্ট অফ সেল যন্ত্রটি হাতে পেলেও তার পাসওয়ার্ড না জানার জন্য কোন সুবিধা করতে পারেনি তারা। শেষে হতাশা কাটাতে অফিসের কর্মীদের রাখা চা বানানোর উপকরণ হাতের নাগালে পেয়ে ইলেকট্রিক কেটলিতে চা বানিয়ে তা পান করে ওই ইলেকট্রিক কেটলি নিয়েই চম্পট দেয় চোরেরা।
আর সেই ঘটনা টের পেয়ে বাঁকুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীরাও হাসি মশকরা করতে ছাড়েন নি।সোমবার অফিসে ঢোকার সময় কর্মীরা দেখেন পিছনের দরজার তাল ভাঙ্গা। চারটি স্টিলের আলমারির দরজা খোলা। মেঝেতে পড়ে অফিসের নথিপত্রও।এর পরই খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়।পুলিশ এসে তদন্ত শুরু করে। চোরের গতিবিধির আঁচ পেতে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজও।
👁️দেখুন 🎦ভিডিও। 👇