শহর বাঁকুড়া

প্রকাশিত হল বাংলার আভাষ শারদ সংখ্যা ও গল্পগ্রন্থ শিকড়।

প্রকাশিত হল বাংলার আভাষ শারদ সংখ্যা ও গল্পগ্রন্থ শিকড়।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রকাশিত হল বাংলার আভাষ পত্রিকার শারদ সংখ্যা। শহরের মাচানতলার এডোয়ার্ড মেমোরিয়াল হলে এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুষ্ঠানের সম্মানীয়ব অতিথি তথা জেলার বিশিষ্ট উদ্যোগপতি বিষ্ণু বাজোরিয়া, এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চট্টরাজ,,সাহিত্যিক ধীরেন্দ্রনাথ কর, শিল্পী, শিল্পী ও নাট্যকার প্রনতি সেনগুপ্ত,চিত্রশিল্পী বিশ্বরূপ দত্ত,অধ্যপক ও পুঁথি গবেষক অরবিন্দ চট্টোপাধ্যায়, লেখক রামপ্রসাদ বিশ্বাস প্রমুখ। এদিন আভাষ প্রকাশনীর পক্ষ থেকে স্বাগতা দত্তের গল্পগ্রন্থ- শিকড় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।

এই গল্পগ্রন্থের পচ্ছদ উন্মোচন করেন বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্য অনুরাগী ডা: অমিতাভ চট্টরাজ। বাংলার আভাষ পত্রিকার সম্পাদক আশিষ পান্ডে,বলেন এবার ২০ বছরে পা দিল বাংলার আভাষ।অনেক প্রতিকূলতা,ঘাত - প্রতিঘাতের সাথে লড়াই করে বাংলার আভাষকে বাঁচিয়ে রাখার প্রয়াস অব্যাহত আছে।তিনি এদিন জেলায় পত্র, পত্রিকার বিক্রি হ্রাস পাওয়ায় আক্ষেপ প্রকাশও করেন এদিন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story