শহর বাঁকুড়া

গরমের দাপটে রক্তের টান ব্লাড ব্যাঙ্ক গুলিতে,বাঁকুড়া জেলা জুড়ে রক্ত উৎসর্গ কর্মসুচী পুলিশের।

গরমের দাপটে রক্তের টান ব্লাড ব্যাঙ্ক গুলিতে,বাঁকুড়া জেলা জুড়ে রক্ত উৎসর্গ কর্মসুচী পুলিশের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফি বছর গরমের মরসুমে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের যোগানে টান পড়ে। তার ওপর প্রায় গত দুই বছর ধরে কোভিডের বাড় বাড়ন্তে রক্ত দান শিবিরের আয়োজনেও ঘাটতি ছিল এই অবস্থায় জেলায় গরম বাড়ার সাথে,সাথে ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান চাহিদার তুলনায় কমতে শুরু করেছে। তাই আপদকালীন চিকিৎসায় জেলায় রক্তের চাহিদা মেটাতে জেলা জুড়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে জেলা পুলিশ। যা উৎসর্গ কর্মসুচী নামে পরিচিত।এই কর্মসুচীর মাধ্যমে জেলার প্রতিটি থানায় পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সমাজের যে কেও স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন।

আজ এই কর্মসুচীর অঙ্গ হিসেবে জেলার বাঁকুড়া সদর,মেজিয়া, বেলিয়াতোড় এবং ইন্দপুর থানায় রক্তদান শিবিরের আয়োজন করে বাঁকুড়া জেলা পুলিশ।ইন্দপুরের বিডিও এদিন নিজে শিবিরে রক্ত দান করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বার্মা জানান, গরমের মরসুমে জেলা জুড়ে রক্তের ঘাটতি থাকে।এই ঘাটতি মেটাতেই জেলা পুলিশ উৎসর্গ কর্মসুচী হাতে নিয়েছে।এবং আজ জেলার চারটি থানায় অনুষ্ঠিত শিবির গুলিতে সব মিলিয়ে ৪৫৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। যা মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে কাজে লাগবে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story