ডাক বিভাগের বিশেষ কভারে এবার স্থান পেল বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ।
এবার বাঁকুড়া শহরের ৫২ বছরের প্রাচীন মহিলাদের কলেজ সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ স্থান পেল ডাক বিভাগের বিশেষ কভারে। জেলায় মহিলাদের মধ্যে শিক্ষার প্রসারে এই কলেজের ভুমিকাকে স্বীকৃতি দিতেই এই বিশেষ কভার প্রকাশের উদ্যোগ নেয় ডাক বিভাগ।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের শ্যামরাই , জোড়বাংলা ও মদনমোহন টেরাকোটা মন্দিরের উপর ডাকটিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ।পাশাপাশি,বাঁকুড়ার ঐতিহ্যবাহী বালুচরী,টেরাকোটা, ঢোকরা,পটচিত্র,মাদুর শিল্পকে নিয়ে বিশেষ কভারও প্রকাশিত হয়েছে। এবার বাঁকুড়া শহরের ৫২ বছরের প্রাচীন মহিলাদের কলেজ সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ স্থান পেল ডাক বিভাগের বিশেষ কভারে। জেলায় মহিলাদের মধ্যে শিক্ষার প্রসারে এই কলেজের ভুমিকাকে স্বীকৃতি দিতেই এই বিশেষ কভার প্রকাশের উদ্যোগ নেয় ডাক বিভাগ। আজ, বাঁকুড়া জিলা পরিষদ অডিটোরিয়ামে এই বিশেষ কভারের আনুষ্ঠানিক প্রকাশ করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি তার ভাষনে ডাক বিভাগের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
পাশাপাশি,যে ভাবে ডাক বিভাগ প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে ডাক পরিষেবা পৌঁছে দেয়,তার জন্য কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি।অন্যদিকে,দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেলারেল ঋজু গাঙ্গুলী বলেন,বাঁকুড়ার ৫২ বছরের এই ঐতিহ্যবাহী মহিলা কলেজটি শিক্ষার প্রসারে যে অগ্রণী ভুমিকা নিয়েছে, তাকে কুর্নিশ জানাতেই ডাক বিভাগ এই বিশেষ কভার প্রকাশের উদ্যোগ নিয়েছে। ডাক বিভাগের এই উদ্যোগের ফলে এই কলেজের নাম ছড়িয়ে পড়বে দেশে-বিদেশে। এই কলেজকে জানবেন প্রচুর মানুষ।তাই এই কভার প্রকাশের জন্য ডাক বিভাগ এবং সাংসদ অরূপ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অনুরূপা মুখোপাধ্যায়।তিনি বলেন এটা আমাদের কলেজের জন্য সব থেকে বড়ো পাওনা,যার জন্য ডাক বিভাগের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকব।
এদিনের এই বিশেষ কভার প্রকাশ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে অনিরুদ্ধ বিশ্বাস, সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিস,বাঁকুড়া, শ্রীকৃষ্ণ পরামানিক,সিনিয়ার পোস্ট মাস্টার,বাঁকুড়া হেড পোস্ট অফিস,শ্যামল সাঁতরা,সভাপতি, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রমুখ উপস্থিত ছিলেন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇