Home > শহর বাঁকুড়া > বাবা প্যাথলজি ল্যাবের কর্মী,ছেলে বৃজেশ লোহার মাধ্যমিকে নবম,বড়ো হয়ে সে ডাক্তার হতে চায়।
বাবা প্যাথলজি ল্যাবের কর্মী,ছেলে বৃজেশ লোহার মাধ্যমিকে নবম,বড়ো হয়ে সে ডাক্তার হতে চায়।
BY Manasi Das3 Jun 2022 10:14 PM IST

X
Manasi Das4 Jun 2022 11:17 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র বৃজেশ লোহার এবার মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে।বৃজেশের প্রাপ্ত নাম্বার ৬৮৫। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির উত্তর প্রনবানন্দ পল্লীর বাদিন্দা সে।তার বাবা ভৈরব লোহার স্থানীয় একটি প্যাথলজি ল্যাবের কর্মচারী। আর্থিক টানাটানির মধ্যেই ছেলেকে অনেক কষ্ট করে পড়িয়েছেন তিনি।আর মা শম্পা দেবী গৃহবধূ। তিনি ছেলের এই সাফল্যে খুশী। এদিন ছেলের সাফল্যে তিনি চোখে আনন্দ অশ্রু চেপে রাখতে পারেন নি।
এদিকে ,বাবা যেহেতু চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত। তাই বড়ো হয়ে বৃজেশের ইচ্ছে ডাক্তার হওয়ার। ডাক্তার হয়ে সে সমাজের সেবা করতে চায়।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story