শহর বাঁকুড়া

নিয়োগের দাবীতে জেলাশাসকের অফিসে বিক্ষোভ ডেপুটেশন টেট উত্তীর্ণ প্রার্থীদের।

টেট উত্তীর্ণ হয়ে আজও চাকরী মেলেনি বাঁকুড়া জেলার প্রায় ১৫০ জন চাকরি প্রার্থীর। আর সারা রাজ্যে এই সংখ্যাটা প্রায় ১২০০ জন। তাই নিয়োগের দাবীতে তারা বাঁকুড়া জেলা শাসকের অফিসে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হলেন।

নিয়োগের দাবীতে জেলাশাসকের অফিসে বিক্ষোভ ডেপুটেশন টেট উত্তীর্ণ প্রার্থীদের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নিয়োগের দাবীতে টেট উত্তীর্ণ প্রার্থীরা বাঁকুড়া জেলাশাসকের অফিসের সামনে ব্যানার,ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন। পাশাপাশি, তারা তাদের নিয়োগ সংক্রান্ত দাবী পত্রও এদিন স্মারকলিপির আকারে জেলা শাসকের হাতে তুলেদেন। এদিন মুলত ২০১৫ সালের জেলার টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরীতে নিয়োগের দাবী তোলেন। পাশাপাশি, তাদের অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। ফলে টেট উত্তীর্ণ এবং বর্তমানে প্রশিক্ষণ প্রাপ্ত এমন প্রায় ১২oo বেকার যুবক,যুবতী চাকরি পাওয়ার সুযোগ হারাতে বসেছেন।তাই তাদের এই সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্জি জানাচ্ছেন, তাদের দাবী মেনে নেওয়ার জন্য।

দফায়,দফায় বিক্ষোভ, আন্দোলন করার পরও এরা কোন সুরাহা পাননি। ফলে ক্ষোভ বাড়ছে তাদের। বাঁকুড়া জেলাতেই রয়েছেন প্রায়১৫০ জন। তারা সাফ জানিয়ে দিয়েছেন,তাদের দাবী পুরণ না হলে আমরণ অনশনের মতো আরও বড়ো কোন কর্মসুচীতে সামিল হবেন তারা।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story