ছট পুজোয় শহরের নদী গুলিতে শ্রদ্ধালুদের উপচে পড়া ভীড়,উষালগ্নে উদীয়মান সুর্য্যদেবকে অর্ঘ্য অর্পণের মধ্য দিয়ে হল ছট পরবের সমাপন।
ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়,এবং পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি,আশীর্বাদ প্রদানের জন্য কামনাও করেন ছটের ব্রতীরা।

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : আজ ছট ব্রতের সমাপ্তি। উদীয়মান সুর্য্যকে অর্ঘ্য দানের মধ্য দিয়ে শেষ হল চারদিনের ছট পরব। তৃতীয় দিনের বিকেলে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বরে উপচে পড়ে শ্রদ্ধালুদের ভীড়। অস্তগামী সুর্য্যদেবকে অর্ঘ্য অর্পণ করলেন অগনিত ছট ব্রতীরা। চারদিনের ছট ব্রতের তৃতীয় দিন বিকেলে শহরের গন্ধেশরী নদীতে কার্যত মানুষের ঢল নামে। এখানে সুর্য্যদেবকে অর্ঘ্য নিবেদনের ভীড় ছিল উপচে পড়া। ছটের ব্রতীদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সোমবার বিকেলে গন্ধেশ্বরী নদীতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি,এদিন শ্রদ্ধালুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় ছটের ব্রত।এরপর টানা ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস থাকেন ভক্তরা।
ষষ্ঠী তিথিতে পালিত হয় ছট উৎসব। সন্তানের দীর্ঘায়ু, সুখ-সৌভাগ্য এবং পরিবারের মঙ্গল কামনায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।প্রসঙ্গত,ছটের সাথে যোগ রয়েছে রামায়ন ও মহাভারতের। রামায়ণে উল্লেখ আছে, মহর্ষি মুদগল সীতাকে ছটব্রত সম্পর্কে অবহিত করেন। এরপর সীতা টানা ছয় দিন সূর্য আরাধনায় ব্রতী হয়েছিলেন। অন্যদিকে, মহাভারতে কথিত আছে,পাশা খেলায় পাণ্ডবরা পরাজিত হওয়ার পর দ্রৌপদী ছট ব্রত পালন করেছিলেন। তারপরই পাণ্ডবরা রাজ্য ফিরে পেয়েছিল।বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দিলীপ আগরওয়াল,সোমবার বিকেলে উপস্থিত হয়েছিলেন গন্ধেশ্বরী নদী ঘাটে। তিনি যখন,বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান ছিলেন, তখন ছট পুজোর জন্য নদীঘাট সংস্কার ও শহরের তিনটি নদীঘাটের ছট পুজো কমিটি গুলিকে আর্থিক সহায়তা চালু করে বাঁকুড়া পুরসভা।
তারপর থেকে এই প্রথা যথারিতি চলে আসছে। তবে, দিলীপ আবুর আক্ষেপ, ছট পুজোকে কেন্দ্র করে যেভাবে জিনিস পত্রের দাম বেড়েছে বাজারে,তার ফলে আর্থিক আবে পিছিয়ে পড়া পরিবার গুলি ছট ব্রত পালনে সমস্যায় পড়ছেন।ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়,এবং পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি,আশীর্বাদ প্রদানের জন্য কামনাও করেন ছটের ব্রতীরা। ছট ব্রতের তৃতীয় দিন বিকেলে অস্তগামী সুর্যকে অর্ঘ্য নিবেদনের পর চতুর্থ দিন উষালগ্নে ফের উদীয়মান সুর্য্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ছট পুজো সমাপন হয়।
👁️🗨️দেখুন 🎦ভিডিও 👇




