শহর বাঁকুড়া

শিশু দত্তকের বৈধ প্রক্রিয়া সম্পর্কে কিছু মানুষের ধারণা না থাকায় শিশু পাচারের ঘটনা ঘটছে,অভিমত সায়ন্তিকার।

শিশু দত্তকের বৈধ প্রক্রিয়া সম্পর্কে কিছু মানুষের ধারণা না থাকায় শিশু পাচারের ঘটনা ঘটছে,অভিমত সায়ন্তিকার।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার শিশু পাচার কান্ডের খবর পেয়েই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের সাথে যোগযোগ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল কংগ্রেসের সাধরণ সম্পাদিকা ও বাঁকুড়ার বিধানসভার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভোটে হারলেও বাঁকুড়ার মানুষের জন্য কাজ করার ব্রত নিয়েছেন। তাই শিশু পাচার কান্ডে বাঁকুড়া যোগসুত্র থাকায়। মঙ্গলবার তিনি কলকাতা থেকে ছুটে আসেন।


শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অন্যনা চক্রবর্তী কে সাথে নিয়ে শিশু গুলিকে দেখতে হোমে যান। বাঁকুড়ার এই শিশু পাচার কান্ড নিয়ে সাংবাদিকদের সাথে তার মত বিনিময়ের সময় এই তারকা রাজনীতিবিদ নিজের উপলব্ধি ব্যক্ত করেন। সায়ন্তিকা জানান, বৈধ শিশু দত্তক প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের অনেকেরই স্বচ্ছ ধারনা নেই।

তাই তারা শিশু কেনার মতো ঝুঁকি নিচ্ছেন। কিন্তু শিশু কোন পন্য নয়। শিশু কেনা যায়না। এটা বেআইনী এবং অপরাধ। এই সচেতনতা না থাকার ফলেই শিশু পাচারের ঘটনা ঘটছে। তাই বৈধ শিশু দত্তক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। তবেই এমন ঘটনা ঠেকানো যাবে বলে অভিমত সায়ন্তিকার।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story