শহর বাঁকুড়া

পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি ধস্তাধস্তি,চরম উতেজনা,দেখুন ভিডিও প্রতিবেদন।

পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি ধস্তাধস্তি,চরম উতেজনা,দেখুন ভিডিও প্রতিবেদন।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আগে থেকেই পুলিশের বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল পুলিশ সুপারের অফিস চত্বর। সন্দেশখালি কান্ডের প্রতিবাদে সারা রাজ্যের সাথে বাঁকুড়তেও পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসুচিতে সামিল হয় জেলা বিজেপি। বিজেপির বিক্ষোভ মিছিল পুলিশ সুপারের অফিস চত্বরে পা রাখা মাত্র চড়তে থাকে উত্তেজনার পারদ।পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। আর তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পুলিশ সুপারের অফিসে ঢোকার মরিয়া চেষ্টা চালায়।পুলিশ বাধা দিলে চলে নিজেপি কর্মী, সমর্থক ও কার্যকর্তাদের সাথে তুমুল ধস্তাধস্তি।ক্ষনিকের জন্য উত্তাল হয়ে ওঠে পুলিশ সুপারের অফিস চত্বর।

বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা নীতা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর মহিলাও এই কর্মসুচিতে অংশ নেয়। নীতা দেবী নিজেও এদিন পুলিশকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন।পাশাপাশি,বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল অভিযোগ তোলেন,পুলিশ বল প্রয়োগকরে বিজেপির আন্দোলন ঠেকাতে ময়দানে নেমেছে।তবে,এভাবে পুলিশ মোতায়েন করে বিজেপির আন্দোলন দমানো যাবে না।এদিন বাঁকুড়ায় পান্তাভাত উপলক্ষে ছিল পরবের মরসুম।তারই মধ্যে বিজেপির এই কর্মসুচিতে যেভাবে মানুষের জমায়েত হয়েছিল।

তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে।এদিন এই বিশাল জমায়েত বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকেও।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story