Home > শহর বাঁকুড়া > বাংলার বাড়ির উদ্বোধন মঞ্চ থেকে উপভোক্তাদের সাইবার জালিয়াতি প্রসঙ্গে সতর্ক করলেন পুলিশ সুপার।
বাংলার বাড়ির উদ্বোধন মঞ্চ থেকে উপভোক্তাদের সাইবার জালিয়াতি প্রসঙ্গে সতর্ক করলেন পুলিশ সুপার।
BY Manasi Das29 Jan 2026 9:32 AM IST

X
Manasi Das29 Jan 2026 9:32 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাংলার বাড়ির উপভোক্তার একাউন্টে কেও উড়ো টাকা ঢুকিয়ে দিতে পারেন!,বা ফোন কলে টাকা পায়িয়ে দেওয়ার নাম করে ওটিপি হাতিয়ে একাউন্ট ফাঁকা করে দিতে পারে! এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার নয়৷ তাই বাংলার বাড়ি গ্রামীন এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সুচনা মঞ্চে উপভোক্তদের সতর্ক করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি ঠিক কি,কি পরামর্শ দিলেন জেনে নিন।
👁️🗨️দেখুন🎦ভিডিও।
Next Story




