ছাতনার গোপালপুরে পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর।
BY Manasi Das5 Dec 2023 11:08 PM IST

X
Manasi Das5 Dec 2023 11:08 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। আজ এই পথ দুর্ঘটনাটি ঘটে জেলার ছাতনা থানার ধবন অঞ্চলের গোপালপুর গ্রামে। উপরগোড়া গ্রামের বাসিন্দা জীতেন রায় এদিন গোপালপুর থেকে বাড়ি আসছিলেন।সেই সময় উপরগোড়ার দিক থেকে আসা একটি পাথর ( স্টোন চিপস) বোঝাই ট্রাক্টর রাস্তার বাঁকের মুখে জীতেন বাবুকে ধাক্কা দেয়। সাথে,সাথে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ছাতনা থানার পুলিশ। স্থানীয় জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান।
এবং বেপরোয়া ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান। পুলিশ আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story