মাধ্যমিকের মেধাতালিকায় বাঁকুড়া মিশন গার্লসের জোড়া ছাত্রী দেবাদ্রিতা ও অরিত্রী,দুজনেরই ইচ্ছে ডাক্তার হওয়ার।
বাঁকুড়া শহরের মিশন গার্লস হাইস্কুলের দুই ছাত্রী এবারের মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে। সার্কাস ময়দানের বাসিন্দা দেবাদ্রিতা চক্রবর্তী ৬৮৯ নাম্বার পেয়ে মেধাতালিকায় ৭ ম এবং শ্রীনগরপল্লীর বাসিন্দা অরিত্রী মন্ডল ৬৮৭ নাম্বার পেয়ে রাজ্যে ৯ ম স্থান অধিকার করেছে।

বাঁকুড়া২৪ x৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের মিশন গার্লস হাইস্কুলের দুই ছাত্রী এবারের মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে। শহরের সার্কাস ময়দানের বাসিন্দা দেবাদ্রিতা চক্রবর্তী ৬৮৯ নাম্বার পেয়ে মেধাতালিকায় ৭ ম স্থান অধিকার করেছে। অন্যদিকে,বাঁকুড়ার শ্রীনগরপল্লীর বাসিন্দা অরিত্রী মন্ডল ৬৮৭ নাম্বার পেয়ে রাজ্যে ৯ ম স্থান অধিকার করেছে। বাঁকুড়া শহরের গার্লস স্কুল গুলির মধ্যে একমাত্র মিশন গার্লস হাই স্কুলের ছাত্রীরাই মেধা তালিকায় স্থান অর্জন করেছে।মাধ্যমিকে সপ্তম দেবাদ্রিতার বাবা বিশ্বরূপ চক্রবর্তী অঙ্কের শিক্ষক। মা মামন চক্রবর্তী গৃহবধু। বাবার কাছেই অংক করত সে। তার ইচ্ছে বড়ো হয়ে ডাক্তার হওয়ার। করন সে বড়ো হয়ে এমন পেশায় যুক্ত হতে চায়,যার মাধ্যমে মানুষের সেবা করা যায়।
অন্যদিকে, মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেছে অরিত্রী মন্ডল। তার বাবা শহরের হিন্দু হাই স্কুলের শিক্ষক।এবং মা কবিতা মন্ডল পদার্থ বিদ্যার শিক্ষিকা।তিনি ছাতনা বাসুদেব বিদ্যা মন্দিরে কর্মরত। মা ও বাবা দুইজনই শিক্ষকতার সাথে যুক্ত হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে বাড়িতেই অনেকটাই সাপোর্ট পেয়েছে অরিত্রী। তার ইচ্ছে বড়ো হয়ে ডাক্তার হয়ে জনসেবা করার।শহরের এই দুই কৃতি ছাত্রীর জন্য বাঁকুড়া ২৪এক্স৭ পরিবারের পক্ষ থেকে রইল অনেক,অনেক শুভেচ্ছা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇