Home > শহর বাঁকুড়া > দিল্লিতে পুলিশি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের ছাত্র,যুব,শ্রমিকদের বিক্ষোভ,কূশ পুতুল দাহ,জাতীয় সড়ক অবরোধ।
দিল্লিতে পুলিশি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের ছাত্র,যুব,শ্রমিকদের বিক্ষোভ,কূশ পুতুল দাহ,জাতীয় সড়ক অবরোধ।
BY Manasi Das5 Oct 2023 12:17 AM IST

X
Manasi Das5 Oct 2023 12:17 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দিল্লির আঁচ এবার সারা বাঁকুড়া জুড়ে! তৃণমূল কংগ্রেসের কর্মসুচিতে দুর্ব্যবহার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা ও কর্মসুচিতে যোগদানকারীদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন গুলি।ছাত্র,যুব,শ্রমিক সংগঠন গুলি এদিন পথে নামে। তৃণমূল ছাত্র পরিষদ বুধবার শহরের কলেজ রোডে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।পাশাপাশি,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের কূশপুতুল দাহ করে। এই বিক্ষোভ কর্মসুচির নেতৃত্ব দেন বাঁকুড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডু।
অন্যদিকে,এদিন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি দুর্লভপুর মোড়ে বাঁকুড়া - রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।জাতীয় সড়কের ওপর ট্য্র জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story