মোটর বাইক দুর্ঘটনায় আহত মডেল দোলা দে।
BY Manasi Das25 March 2024 11:08 PM IST

X
Manasi Das25 March 2024 11:08 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ মোটর বাইক দুর্ঘটনার কবলে পড়লেন ব্র্যাণ্ড মডেল দোলা দে।এদিন বাঁকুড়া শহর লাগোয় সতীঘাটে মোটর বাইক দুর্ঘটনায় আহত হন বলে সূত্রের খবর। নিয়ন্ত্রণ হারানোর জেরেই ঘটে। বিপত্তি। তবে,দোলা দেবী জানান,তার আঘাত তেমন গুরুতর নয়৷ হাতে সামান্য চোট পাওয়ার ফলে সমস্য হচ্ছে। এবং আচমকা দুর্ঘটনায় আহত হওয়ায় কয়েকদিন বুকিং করা স্যুটে যেতে পারা সম্ভব নয়।তবে পরিবর্তিত তারিখ তিনি যথারিতি জানিয়ে দেবেন।দোলা দের বাাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকার বাসিন্দা।
Next Story