শহর বাঁকুড়া

কল থকলেও পানীয় জল অধরা,প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ আঁচুড়ির বাসিন্দাদের।

আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিক হোসেন খান সমস্যার কথা স্বীকার করে জানান,এই কাজের দায়িত্বে আছে পিএইচই।তারা টেকনটিক্যাল সমস্যার অজুহাত দেখিয়ে দাবি করছেন এলাকা উঁচু হওয়ায় পানীয় জল সরবরাহে বিঘ্ন হচ্ছে। তবে গ্রাম পঞ্চায়েত পিএইচই কে পালটা জানিয়েছে এই সমস্যার আশু সমাধানের জন্য।

কল থকলেও পানীয় জল অধরা,প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ আঁচুড়ির বাসিন্দাদের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পানীয় জল না পাওয়ার যন্ত্রণা নয়,নয় করে চার বছর ধরে,আর ফি বছর গরমের মরসুমে এই যন্ত্রণা যেন আরও বেড়ে যায়।ভোট আসে,ভোট যায়,কিন্তু এই জল সঙ্কটের যন্ত্রণার ঘোচেনা। নেতা থেকে প্রশাসনিক আমলারা প্রতিশ্রুতি দিলেও সমস্যা মেটেনা। স্থানীয় আঁচুড়ি গ্রাম পঞ্চায়েত গরমের মরসুমে বিকল্প হিসেবে ঘরে,ঘরে ট্যাঙ্কে করে পানীয় জল পাঠানোর ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়,তাই গ্রামবাসীরা চান সারা বছর যেন গ্রামের মানুষ নলবাহিত পানীয় জল পান। এই দাবী গ্রাম পঞ্চায়েত থেকে পিএইচই সব জায়গায় জানিয়েও কাজ হয়নি।বাধ্য হয়ে এদিন মহিলা সহ গ্রামবাসীরা বাঁকুড়া - পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। আর এই অবরোধ্র জেরে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশের সাথে তুমুল বাক,বিতন্ডায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা। খালি জলের পাত্র নিয়ে রাজ্য সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। তারা পিএইচ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত কে একহাত নিয়ে বলেন,এর পরেও যদি পানীয় জলের সমস্যা না মেটায় প্রশাসন, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।এদিকে,আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিক হোসেন খান সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান,এই কাজের দায়িত্বে আছে পিএইচই।তারা টেকনটিক্যাল সমস্যার অজুহাত দেখিয়ে দাবি করছেন এলাকা উঁচু হওয়ায় পানীয় জল সরবরাহে বিঘ্ন হচ্ছে। তবে গ্রাম পঞ্চায়েত পিএইচই কে পালটা জানিয়েছে এই সমস্যার আশু সমাধানের জন্য বলেও দাবি করেন তিনি।

পাশাপাশি, প্রধান জানান, এখন বিকল্প হিসেবে জলের ট্যাঙ্ক পাঠানোর সংখ্যা আরও একটা বাড়িয়ে দেওয়া হবে।বর্তমানে ২ টো ট্যাঙ্ক জল সরবরাহ করে। তা বেড়ে তিনটে করা হবে। তবে, স্থায়ী সমাধান আদৌ হবে কিনা? তা নিয়ে কোন আশ্বাস দিতে পারেন নি পঞ্চায়েত প্রধান। উলটে আঁচুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান এই জল সমস্যার দায় পিএইচই'র ওপর চাপিয়ে দিয়েছেন।এখন দেখার পিএইচই সেই দায় কতখানি সামলায়?

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story