শহর বাঁকুড়া

মামার বাড়ী বেড়াতে এসে বেপরোয়া ট্রাক্টরের বলি পাঁচ বছরের শিশু,আহত দাদু,প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ।

মামার বাড়ী বেড়াতে এসে বেপরোয়া ট্রাক্টরের বলি পাঁচ বছরের শিশু,আহত দাদু,প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মামার বাড়ী বেড়াতে এসেছিল পাঁচ বছরের ছোট্ট দেবাঞ্জন। মা ও দাদুর সাথে বাজার গিয়েছিল সে। ফেরার পথে আচমকা বেপরোয়া একটি ট্রাক্টর সজোরে ধাক্কা মারে দেবাঞ্জন ও দাদুকে৷ ধাক্কার তীব্রতায় প্রাণ হারায় ছোট্ট দেবাঞ্জন। গুরুতর আহত অবস্থায় দাদুকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাদিন্দাদের দাবী মদ্যপ অবস্থায় ছিল টাক্টরের চালক,তার ওপর একহাতে মোবাইল কানে নিয়ে ড্রাইভ করছিল।তার ফলেই ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিকেলে মৃত দেবাঞ্জন ঘোষ (৫) এর মৃতদেহ নিয়ে ৬০ নাম্বার জাতীয় সড়কের সারদা পল্লীর কাছে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।

তারা দাবী তোলেন,এলাকায় বেপরোয়া ট্রাক্টর চলাচলে রাশ টানতে পুলিকে আরও সক্রিয় হতে হবে।এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করতে হবে।প্রশাসনের পক্ষ থেকে এই দাবী মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।তবে সোমবার বিকেলে প্রায় ঘন্টা খানেকের এই বিক্ষোভের জেরে জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়। দুর্গাপুরের শ্যামপুর এলাকায় বাড়ী দেবাঞ্জনের। মায়ের সাথে মামাবাড়ী বেড়াতে এসে এভাবে না ফেরার দেশে পাড়ি দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই।বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুরেও ছোট্ট দেবাঞ্জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story