Home > শহর বাঁকুড়া > পাঠকপাড়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবির।
পাঠকপাড়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবির।
BY Manasi Das18 Sept 2022 10:50 PM IST

X
Manasi Das18 Sept 2022 11:06 PM IST
বাঁকুড়া : পাঠকপাড়া দুর্গোৎসব এবার ১২৫ বছরে পড়ল। শারদ উৎসবের প্রাক্কালে পুজো কমিটি আশ্বিনের প্রথম রবিবার আয়োজন করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ প্রদান,এবং ব্লাড সুগার পরীক্ষার এর পাশাপাশি,আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের।শিবিরে রক্ত দাতার সংখ্যা ১৫৫ ছাড়িয়ে গিয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তার মধ্যে ২৯ জন মহিলা রক্তদান করেন। পাশাপাশি, এদিন ৮৫ জনের ব্লাড সুগার পরীক্ষা ও ২০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও 👇
Next Story