বিদায় বাসুদেব!অন্তিম শ্রদ্ধা জানাতে বাঁকুড়া ও পুরুলিয়া জুড়ে মানুষের ঢল।
পুরুলিয়ায় শেষকৃত্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু,সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ দলের অন্যন্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্ব বৃন্দ।
BY Manasi Das15 Nov 2023 9:47 PM IST

X
Manasi Das15 Nov 2023 9:47 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রতিবাদী কন্ঠ স্তব্ধ হয়ে গেল চিরতরে। তবে তাঁর দেখানো পথ,তাঁর আদর্শ নয়া প্রজন্মের রাজনীতির কুশলীদের দিশা দেখাবে। টানা ন'বারের সাংসদ বাসুদেব আচারিয়া মানুষের কাছে কতটা 'আপন'- ছিলেন তার প্রমাণ মিলল প্রয়াত নেতার অন্তিম যাত্রায়। বাঁকুড়া থেকে পুরুলিয়া সর্বত্র নেমেছে মানুষের ঢল। তাঁর বাসভবনে কাতারে,কাতারে মানুষ চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন তাঁদের প্রিয় নেতাকে। পুরুলিয়ায় শেষকৃত্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু,সিপিএমের রাজ্য সসম্পাদক মহম্মদ সেলিম সহ দলের অন্যন্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্ব বৃন্দ। চোখের জলে প্রিয় নেতার স্মৃতি রোমন্থনও শোনা গেল নেতাদের গলায়।
বাসুদেব আচারিয়ার প্রয়াণে রাঢ় বাংলায় বাম আন্দোলনের একটা অধ্যায়ে যবনিকা পড়ল তা বলাই বাহুল্য।তবে, থেকে গেল নানা স্মৃতি।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story